Samsung TV Exchange Offer

এই অফারে পুরোনো সচল কিংবা অচল টিভি দিয়ে বুঝে নিন স্যামসাং-এর নতুন টিভি।

১। এক্সচেঞ্জ-এর জন্য যেকোন একটি টিভি যেকোন মডেল/ব্র্যান্ড কিংবা সাইজ হতে পারে। 

২। ৩২” টিভিতে এক্সচেঞ্জ অফার নেই।

৩। টিভি সচল কিংবা অচল হলে ৪৩ ইঞ্চি টিভিতে সর্বোচ্চ ১৮,০০০/-টাকা এক্সচেঞ্জ অফার।  ৫০ ইঞ্চি অথবা তার উপরে সর্বোচ্চ ২৫,০০০/- টাকা এক্সচেঞ্জ অফার।

৪। ঢাকা বা ঢাকার বাহিরে হোম ডেলিভারি ফ্রি। 

৫। ঢাকার ভেতরে এক্সচেঞ্জ-এর পুরোনো টিভি ডেলিভেরি ম্যানের কাছে বুঝিয়ে দিতে হবে। ডেলিভারি ফি ৫০০টাকা।

৬। ঢাকার বাহিরে, কুরিয়ার থেকে টিভি রিসিভ করার সময় পুরোনো টিভি Wholsae Elctronics, Hosue 71, Matikata Bazar, Dhaka Cantonment, Dhaka-1206, Cell: 01329701316 বরাবর কুরিয়ার করে দিতে হবে এবং পুরোনো টিভির কুরিয়ার ফি কাস্টমার বহন করবে।

৭। এক্সচেঞ্জ অফারে পুরোনো টিভি Wholsae Elctronics-কে বুঝিয়ে দেওয়া বাধ্যতামূলক অন্যথায় অফার বাতিল হতে পারে।

৮। অফারটি নিম্নে উল্লেখিত পণ্যর উপর এবং স্টক থাকা সাপেক্ষে প্রযোজ্য। 

43BU8000 (use coupon "exchange43")

43T5400 (use coupon "exchange43")

50AU8000 (use coupon "exchange50")

50AU7700 (use coupon "exchange50")

55AU7700 (use coupons "exchange55")

আর্ডার করার সময় Shopping cart-এ উপরে উল্লিখিত কুপন কোডটি ব্যবহার করুন।

১০। অফারটি চলবে ১৫ আগস্ট ২০২৩ পর্যন্ত।